তীব্র গরমে ইতিমধ্যেই এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। ইসিএল এলাকায় পানীয় জলের সমস্যা বরাবরের। তাই প্রশাসনের উদ্যোগে পাণ্ডবেশ্বর থেকে উখরা ২৫ কোটি টাকা ব্যয়ে একটি পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১৩ সালে। জমিজট সহ বেশ কিছু কারণে থমকে গিয়েছিল প্রকল্পের কাজ। সম্প্রতি নানা বাধা সরিয়ে শুরু হয়েছিল দ্বিতীয় পর্যায়ের কাজ।
প্রকল্পের কাজ ঢিমেতালে চলায় প্রকল্পের কাজ কবে শেষ হবে সেই ভেবেই স্থানীয় মানুষের মাথায় হাত পড়েছে। উখরার পঞ্চায়েত প্রধান দয়াময় সিং ক্ষুব্ধ হয়ে প্রশাসনিক নজরদারির জন্য সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠিকে চিঠি দেন। রবিবার সেই পরিপ্রেক্ষিতে জেলা শাসকের নির্দেশে আসানসোলের মহকুমাশাসক ও দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা এই জল প্রকল্পের কাজ খতিয়ে দেখতে যান।