স্কুলের প্রধান শিক্ষক দুর্নীতির দায়ে ৬ মাস আগে গ্রেপ্তারে মামলার গেরোয় দুর্গাপুরের বেনাচিতি ভারতীয় হিন্দি হাইস্কুলের বিভিন্ন সিদ্ধান্ত আদালতের বিচারাধীন থাকায় ছাত্র-ছাত্রীদের সবুজ সাথী, কন‍্যাশ্রী সহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কাজ স্তব্ধ। এমনকি প্রধান শিক্ষক ধর্মেন্দ্র প্রসাদ এপ্রিল মাসে গ্রেফতার হবার পর থেকে স্কুলের স্টোর রুমের চাবিটিও প্রধান শিক্ষক ধর্মেন্দ্র প্রসাদের কাছেই রয়ে গেছে। আদালতে মামলা বিচারাধীন থাকায় প্রধান শিক্ষক স্কুলের স্টোরের চাবিও স্কুলকে দেননি। স্বাভাবিক ভাবেই এক অদ্ভুত পরিস্থিতি স্কুলে সৃষ্টি হওয়ায় ছাত্র-ছাত্রীরা গত ছয় মাস ধরে মিড-ডে মিল থেকেও বঞ্চিত। স্কুলের ইনচার্জও ছুটিতে। স্কুলের গয়ংগচ্ছ অবস্থা।

স্কুলের জটিলতা কাটিয়ে ফের ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিল চালুর উদ্দেশ্যে বুধবার দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা প্রশাসনিক আধিকারিক সহ দুর্গাপুর নগর নিগমের শিক্ষা আধিকারিক, স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে স্কুলের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে যান। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, প্রধান শিক্ষক গ্রেপ্তারে আইনি জটিলতায় স্কুলের মিড-ডে মিল আটকে থাকার কথা নয়। মহকুমাশাসক বলেন স্কুল কমিটির সঙ্গে বৈঠক করে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির জটিলতা কাটিয়ে যত শীঘ্র সম্ভব ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিল সহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প চালু করার চেষ্টা করব। এদিন স্কুলে মহকুমাশাসকের পরিদর্শনের সময় স্কুল পরিচালন কমিটির সভাপতি কল‍্যাণ গুপ্ত সহ স্কুলের বিভিন্ন শি়ক্ষক অশক্ষিক কর্মীরাও উপস্থিত ছিলেন।

Like Us On Facebook