দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দুই বাসের চালক পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছাতে গিয়ে হেনস্থার শিকার হল। জানা গেছে, দুই বাসের চালক বিহারের জামুই যাওয়ার পর পরিযায়ী শ্রমিকদের হাতে হেনস্থার শিকার হন। বাসের চালকদের অভিযোগ, বিহারের স্থানীয় প্রশাসনের সাহায্য চেয়েও সরকারি দুই বাসের চালক কোন রকমের সাহায্য পাননি উল্টে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাস ঘুরিয়ে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার কথা বলেন জামুইয়ের মহকুমাশাসক বলে নির্যাতনের শিকার দুই বাস চালকের অভিযোগ।

মঙ্গলবার দুই বাসের চালক দুর্গাপুরে ফিরে এলে দুর্গাপুরের মহকুমাশাসক ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্মকর্তারা জামুইয়ের স্থানীয় প্রশাসনের সঙ্গে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুই বাসের চালক দুর্গাপুরে ফিরে এলে দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে দুই বাসের চালককে সরকারি কাজে দৃঢ় মনোভাব নিয়ে কতর্ব্য পালনের জন্য মঙ্গলবার সম্মানিত করেন। ফুলের তোড়া এবং মিষ্টি উপহার দেওয়ার সঙ্গে রাস্তায় গাড়ির তেলের খরচ সহ যাবতীয় খরচের টাকার চেক তুলে দেন দুই বাস চালকের হাতে।

জানা গেছে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ১১টি বাস যায় বিহারের জামুইয়ে। দুটি বাসে ছিল উত্তর প্রদেশের পরিযায়ী শ্রমিকরা। বাসের চালকরা জানতেন তারা জামুই যাবেন। কিন্তু তাঁদের জামুই প্রশাসন জামুইয়ে নামতে দেয়নি। উল্টে জামুইয়ের মহকুমা প্রশাসন দুই বাসের চালককে পরিযায়ী শ্রমিকদের হয় উত্তর প্রদেশের বারাণসী নয়তো পশ্চিমবঙ্গে ফেরত নিয়ে যেতে বলেন বলে অভিযোগ দুই বাস চালকের। বাসের দুই চালক সরকারি বাস বারাণসী নিয়ে যেতে হলে তেলের প্রয়োজন এবং অনুমতির প্রয়োজন, তাই স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাইলেও স্থানীয় প্রশাসন কোন সহযোগিতা করেনি বলে অভিযোগ। এরপরেই বাসে থাকা উত্তর প্রদেশের পরিযায়ী শ্রমিকরা বাসের দুই চালককে গালিগালাজ ও মারধর করে বারাণসী নিয়ে মেতে বাধ্য করে বলে অভিযোগ। দুই বাসচালক বলেন, রাস্তায় গালিগালাজ ও মারধর খেয়ে রাস্তায় নিজেদের টাকায় বাসে তেল ভরে পরিযায়ী শ্রমিকদের বারাণসী পৌঁছে দিয়ে আমরা আজ দুর্গাপুরে ফিরলাম।’ দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দুই বাসের চালক গোপাল মাজি এবং মোল্লা ওয়াইদ হককে দায়িত্ব সহকারে দৃঢ় মানসিকতার সঙ্গে কতর্ব্য পালনের জন্য মঙ্গলবার দুর্গাপুর মহকুমা কার্যালয়ে সম্মানিত করেন এবং তাঁদের ভূয়সী প্রশংসা করেন।

Like Us On Facebook