.

নববর্ষের সকালে শিল্পশহর দুর্গাপুর মজল বীরভূমের অনুব্রতর নকুলদানায়। বীরভূমের মতো এবার দুর্গাপুরেও শাসকদল তৃণমূল কংগ্রেসের ভোট প্রচারে নকুলদানা সুপার হিট। তাই নববর্ষের সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের আড্ডা অফিসের সামনে জনসংযোগে মানুষকে মিষ্টিমুখ করাতে দুর্গাপুর ২নম্বর তৃণমূল কংগ্রেস কমিটির কর্মীরা ঠান্ডা জলের সঙ্গে দেদার নকুলদানা বিলি করলেন। এদিন দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জিকেও দেখা যায় পথ চলতি মানুষকে নকুলদানা বিলি করতে। নতুন বছরের প্রথম দিনেই প্রখর রোদে পথ চলতি মানুষও ঠান্ডা জল ও নকুলদানা সহযোগে মিষ্টিমুখ করে পরিতৃপ্ত হন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook