কালীপুজোর প্রতিমা বিসর্জন করে রানীগঞ্জ থেকে দুর্গাপুরে এসে ফের রানীগঞ্জে ফেরার পথে শনিবার রাতে ২নং জাতীয় সড়ক কাদা রোডের কাছে একটি স্করপিও উল্টে মৃত তিন ও আহত এক। মৃত ও আহতরা সকলেই রানীগঞ্জের পিএন মালিয়া রোডের বীর অভিমন‍্যু ক্লাবের সদস্য বলে প্রাথমিকভাবে পুলিশ সুত্রে জানা গেছে। মৃতরা হলেন শৈলেশ পন্ডিত(৩০), বাপি দাস (৪০) ও গোবিন্দ গুপ্তা(৩০)। আহত যুবকের নাম বলরাম সাউ। পুলিশ সূত্রে জানা গেছে, রানীগঞ্জ থেকে দুর্গাপুরে আসার পথে দুর্গাপুরের কাদা রোডের কাছে তাদের স্করপিও গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যায় তিন যুবক। পুলিশ আহত যুবককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। এই দুঃসংবাদ রানীগঞ্জের অভিমন‍্যু ক্লাবে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অভিমন‍্যু ক্লাবের সম্পাদক দিলীপ সাউ বলেন, ক্লাবের কালী প্রতিমা বিসর্জনের পর চার বন্ধু দুর্গাপুরের উদ্দেশ্য রওনা দেয়। রবিবার ভোরে আমরা এই দুর্ঘটনার খবর পাই।

Like Us On Facebook