বর্ধমান জেলার প্রায় ৭০টি স্কুল এবং প্রায় এক হাজার ছাত্র-ছাত্রীকে নিয়ে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হল শুক্রবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হলেও মাধ্যমিক পরীক্ষার জন্য ওই দিনটি আজ পালিত হচ্ছে বর্ধমানে। এবারই প্রথম বর্ধমান জেলায় সেন্ট্রাল ক্যালকাটা সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ফর ইউথ-এর উদ্যোগে এই ধরণের বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা বিজ্ঞানী অমলেন্দু বন্দ্যোপাধ্যায়, ওয়েষ্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির উপাচার্য বাসব চৌধুরী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা প্রমুখ। আয়োজক কমিটির মুখ্য সংযোজক সৌমেন কোনার জানিয়েছেন, মূলত জেলার প্রায় ৭০টি স্কুলের প্রায় এক হাজার ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনষ্কতা বৃদ্ধির লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৩০টি স্কুলের ছাত্র-ছাত্রীরা তাদের বিজ্ঞান ভিত্তক মডেলের প্রদর্শন করে এদিনের অনুষ্ঠানে। ৫০টি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।’