আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্র খবর পেয়ে লছীপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ খবর পায় লছীপুর এলাকায় তিনজন দুষ্কৃতি জড় হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ ওই এলাকায় অভিযান চালায় এবং ধাওয়া করে তিন দুষ্কৃতীকে পাকড়াও করে। পুলিশ ধৃতদের কাছ থেকে দু’রাউন্ড গুলি ও তিনটি পিস্তল উদ্ধার করে। জীতেন্দ্র কুমার ভুঁইয়া, কানাইয়া কুমার মাজি ও রাজ কুমার ভুঁইয়া নামের তিন দুষ্কৃতী বিহারের গয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে। কি কারণে ওই তিন দুষ্কৃতী লছীপুর এলাকায় জড় হয়েছিল পুলিশ তা খতিয়ে দেখছে।