পুলকারের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ ওঠায় এবার নড়েচড়ে বসল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের বিভিন্ন থানার পুলিশ। বুধবার সকাল থেকে দুর্গাপুরের বিভিন্ন থানা এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য ব্যবহৃত পুলকারের অনিয়ম ধরতে অভিযান চালায় পুলিশ। বুধবার যদিও এই অভিযানে পুলকারের চালকদের লাইসেন্স সহ গাড়ির ফিটনেস, পলিউশন সার্টিফিকেট পরীক্ষা করে পুলিশ।
জানা গেছে, পুলকার গুলিতে ছাত্র-ছাত্রীরা থাকায় পুলিশ আজ কড়া ব্যবস্থা না নিয়ে গাড়িতে সঠিক কাগজপত্র রাখার নির্দেশ দিয়ে অভিযানের প্রথমদিন বলে কার্যত সতর্ক করেই পুলকার চালকদের ছেড়ে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, এবার থেকে দুর্গাপুরে নিয়মিত স্কুলে যাতায়াতের জন্য ব্যবহৃত পুলকারের বিরুদ্ধে পুলিশ অভিযান চালাবে। ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় পুলকার ও স্কুলবাসের বিভিন্ন অনিয়ম ধরতে অভিযানে নেমেছে পূর্ব বর্ধমানের জেলা পুলিশ। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা জুড়ে পুলকার ও স্কুলবাসের অনিয়ম ধরতে পুলিশের অভিযান শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অভিভাবকরা।