বইমেলায় দুর্গাপুরের ২৮ নং ওয়ার্ডের ৫টি প্রাথমিক স্কুল লাইব্রেরি ফান্ড থেকে ৩ হাজার টাকা করে খরচ করে মোট ১৫ হাজার টাকার বই কিনল। পড়ুয়াদের সঙ্গে সঙ্গে খুশি প্রকাশকরাও।
শনিবার থেকে দুর্গাপুরের সিধু-কানু ইন্ডোর স্টেডিয়ামে বইমেলা চলছে। প্রত্যেকদিন বইপ্রেমী মানুষের ঢল নামছে বইমেলায়। দুর্গাপুর শহর ছাড়িয়ে আশেপাশের এলাকা থেকেও বইপ্রেমী মানুষ বিভিন্ন স্বাদের বই কিনতে আসছেন বইমেলায়। সঙ্গে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান কফি হাউসের আড্ডা বাড়তি পাওনা।
মঙ্গলবার দুর্গাপুরের ২৮ নং ওয়ার্ডের অন্তর্গত ৫ টি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা স্কুলের লাইব্রেরি ফান্ডের টাকায় লাইব্রেরির জন্য নিজেরাই পছন্দের বই কিনল। সঙ্গে ছিলেন স্কুলের শিক্ষিক-শিক্ষিকারা সহ ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা দুর্গাপুর পুরসভার শিক্ষা দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী। স্কুলের লাইব্রেরি থেকে বই কেনায় বইমেলায় বইয়ের দোকানদাররাও যেমন খুশি তেমনই স্কুলের লাইব্রেরির জন্য বই নিজেদের হাতে কিনতে পেরে স্কুল পড়ুয়ারাও খুশির কথা জানায়।