ইসলামপুরে ছাত্র মৃত্যুর জেরে বিজেপির ডাকা বাংলা বন্‌ধে বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দুর্গাপুর শিল্পাঞ্চল মোটের উপর স্বাভাবিক। এদিন দুর্গাপুর স্টেশন বাজারে বেশির ভাগ দোকান সকালে বন্ধ থাকলেও কয়েকটা দোকান খোলা ছিল। বন্‌ধ সমর্থকরা খোলা দোকান বন্ধ করে দিলে খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দোকান খুলিয়ে দেয়। দুর্গাপুরের এসবি গড়াই মোড়ে পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুই দলীয় কর্মীদের নিয়ে বন্‌ধের সমর্থনে একটি এইট-বি রুটের মিনিবাস আটকে পথ অবরোধ করতে গেলে দুর্গাপুরের এসিপি বিমল মন্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধকারী সহ পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুইকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

অপর দিকে, দুর্গাপুরের মেনগেট নিয়ে পুলিশের চরম মাথা ব‍্যাথা থাকায় ব‍্যাপক পুলিশী ব‍্যবস্থা থাকলেও বিজেপি কর্মীরা আচমকাই বন্‌ধের সমর্থনে বাইক র‍্যালি নিয়ে দুর্গাপুরের অন‍্যতম ব‍্যস্ততম বাজার বেনাচিতি হয়ে প্রান্তিকায় পৌঁছালে শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পুলিশ বন্‌ধ সমর্থনকারী বিজেপি কর্মীদের হঠাতে গেলে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি বেধে যায বিজেপি কর্মীদের। পুলিশ বিজেপি কর্মীদের জোর করে গ্রেফতার করতে গেলে বিজেপি নেত্রী চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায় এক মহিলা পুলিশ কনস্টেবলের হাতে কামড় বসায় বলে অভিযোগ ওই মহিলা পুলিশ কর্মীর। এদিকে প্রান্তিকা ফাঁড়িতে গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সহ-সভাপতি মনোহর কোঙারকেও গ্রেফতার করে নেয়।

অন‍্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুধবার সকাল থেকেই বন্‌ধ ব‍্যর্থ করতে পথে নামেন। এদিন দুর্গাপুর ইস্পাত কারখানা সহ বিভিন্ন বেসরকারি কলকারখানায় উপস্থিতির হার স্বাভাবিক ছিল। রেল পরিষেবা স্বাভাবিক ছিল। স্কুল কলেজে উপস্থিতি অন‍্য দিনের তুলনায় কম ছিল বলে খবর। অফিস-কাছারি-ব‍্যাঙ্ক পরিষেবা স্বাভাবিক ছিল। পর্যাপ্ত বাস-মিনিবাস-টোটো-অটো চললেও অন‍্য দিনের তুলনায় রাস্তায় যাত্রী সংখ্যা কম ছিল। সরকারি ও বেসরকারি বাসগুলিতে যাত্রী ছিল কম। যাত্রী কম থাকায় বেনাচিতি থেকে বর্ধমান, নবদ্বীপ সহ বিভিন্ন দূরপাল্লার রুটের অনেক বাসই এদিন প্রান্তিকা বাসস্ট্যান্ড ছেড়ে বের হয়নি বলে জানা গেছে। এদিন কাঁকসা ও ইসিএল এলাকা অন্ডাল, উখরা, পান্ডবেশ্বর ও লাউদোহায় বন্‌ধের তেমন কোন প্রভাবই পড়ল না। এদিন দুর্গাপুরের পরিবহণ ব‍্যবস্থা স্বাভাবিক রাখতে পুলিশ দুর্গাপুরের বিভিন্ন যায়গায় তৎপর ছিল।

বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই ও সহ-সভাপতি মনোহর কোঙার বলেন, এদিনের বন্‌ধ সর্বাত্মক। মানুষ সাড়া দিলেও শাসক দলের নেতাদের অঙ্গুলি হেলনে পুলিশ রাস্তায় নেমে মানুষকে ভয় দেখিয়ে জোর করে দোকান খোলাচ্ছে, বাস, মিনিবাস চালানো করাচ্ছে। এদিকে তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর শিল্পাঞ্চল নেতৃত্ব এই বন্ধ সম্পূর্ণ ব্যর্থ বলে পাল্টা দাবি করে বলেন, আজ দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ বিজেপির ডাকা সর্বনাশা বন্‌ধ ব্যর্থ করে বিজেপির যে কোন গ্রহণযোগ্যতা নেই শিল্পাঞ্চলের মানুষ তার প্রমাণ দিয়েছে।




Like Us On Facebook