দুর্গাপুর ও আসানসোল থেকে সরকারি নাইট বাস সার্ভিস চালু হল। শনিবার সিটি সেন্টারের এসবিএসটিসির নবনির্মিত বাস টার্মিনাস অফিসের উদ্ধোধন করার সঙ্গে সঙ্গে রাত্রিকালীন সরকারি বাস পরিষেবার ও রাত্রি যাপনের জন্য প্রতীক্ষালয়ের উদ্ধোধন করেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি ঘোষণা করেন দুর্গাপুর থেকে হলদিয়া এবং আসানসোল থেকে খড়্গপুর ভায়া দুর্গাপুর রুটে ৪ টি এসবিএসটিসি বাস প্রত্যকদিন যাত্রীদের রাত্রিকালীন পরিষেবা দেবে।
জানা গেছে, হলদিয়ার বাসটি দুর্গাপুর থেকে ছাড়বে রাত ৮টা ১০ নাগাদ এবং আসানসোল থেকে খড়গপুর যাওয়ার বাসটি দুর্গাপুর থেকে ছাড়বে রাত ৮টা ৩০ মিনিট নাগাদ। তিনি এদিন বলেন, ‘এই পরিষেবা জনপ্রিয় হলে ভবিষ্যতে আসানসোল-দুর্গাপুর রুটে রাত্রিকালীন সরকারি বাস পরিষেবা চালু করা হবে।’ আড্ডা এবং দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার যৌথ উদ্যোগে নব নির্মিত বাস টার্মিনাস অফিসের উদ্ধোধন করতে এসে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আসানসোল, দুর্গাপুরে ২০টি সিএনজি চালিত পরিবেশ বান্ধব বাস চালু করা হবে। এই জন্য ৬কোটি ৯৮ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। এই বাসগুলি নভেম্বর মাসের মধ্যেই চালু হয়ে যাব। আরও ২০টি সিএনজি বাসের প্রস্তাব পেয়েছি। সেই প্রস্তাবও অনুমোদন পেয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম আসানসোল, দুর্গাপুর হয়ে দুরপাল্লার বিভিন্ন রুটে পরিষেবা দেওয়ার জন্য শীঘ্রই অত্যাধুনিক ৭০টি নতুন বাস পাবে।’
পরিবহন মন্ত্রী বলেন, ‘ট্রাফিক নিরাপত্তার জন্য পরিবহণ দফতর ইতিমধ্যেই ২কোটি ৯৯ লক্ষ টাকার অনুমোদন করেছে। তার মধ্যে ১কোটি ৯৭ লক্ষ টাকা দিয়ে ট্রাফিক পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণের বিভিন্ন যন্ত্রপাতি সহ বিভিন্ন জিনিসপত্রের জন্য ব্যয় করেছে।’ পরিবহণ মন্ত্রী বলেন, ‘আসানসোল-দুর্গাপুর এলাকার মিনিবাস অপারেটাররা বিভিন্ন সময় মিনিবাস বন্ধ রেখে সরকারের সঙ্গে অসহযোগিতা করছেন।’ তাই পরিবহণ মন্ত্রী তাঁদের সাবধান করে দিয়ে বলেন, ‘এই রকম চললে আগামী দিনে সরকার ছোট ছোট বাস নামিয়ে পরিবহণ ব্যবস্থা সচল রাখবে।’