দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসের চালকদের ‘ব্রিদ অ্যানালাইজার’ টেস্টের খবরে বাসের চালক ও কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দুর্ঘটনা রোধে সতর্ক দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান তমোনাশ ঘোষ এসবিএসটিসি বাসের চালকরা মদ্যপ কিনা পরীক্ষা করতে মাঝ রাস্তায় বাস থামিয়ে ব্রিদ অ্যানালাইজার টেস্ট করার কথা মঙ্গলবার ঘোষণা করতেই বাসের চালক ও কর্মীদের একাংশ তীব্র প্রতিবাদ করেন। নাম জানাতে অনিচ্ছুক এসবিএসটিসি বাস চালকদের একাংশের বক্তব্য সরকারি বাসের চালকরা মদ্যপান করে বাস চালায় না। কর্মক্ষেত্রে তাদের রুজি রুটির প্রশ্ন রয়েছে। চলন্ত বাস থামিয়ে যাত্রীদের কাছে বাসের চালকের ব্রিদ অ্যানালাইজার টেস্ট হলে নিরপরাধ বাসের চালক বাসের যাত্রীদের কাছে মানসিক নির্যাতনের শিকার হবেন। এতেই দুর্ঘটনা ঘটতে পারে। স্বাভাবিক ভাবেই কর্তৃপক্ষের ব্রিদ অ্যানালাইজার টেস্টের আমরা তীব্র বিরোধীতা করছি। বাস চালকরা আরো বলেন রাস্তায় দুর্ঘটনা ঘটতেই পারে তার জন্য সব ক্ষেত্রেই চালকরা দোষী না হতেও পারেন। সব দিক বিচার করেই দুর্ঘটনা রোধে বিনা দোষে শাস্তির বদলে কর্তৃপক্ষকে বাস চালকদের অত্যাধুনিক ট্রেনিং ও প্রয়োজনীয় গাইডেন্স দেবার আর্জি জানান সরকারি বাস চালকরা। উল্লেখ্য, সোমবার দুর্গাপুরের গান্ধীমোড়ে এক সরকারি বাসের ধাক্কায় এক খবরের কাগজের হকার গুরুতর জখম হওয়ার খবরে প্রতিক্রিয়া দিতে গিয়ে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান তমোনাশ ঘোষ এসবিএসটিসি বাস চালকরা মদ্যপ কিনা জানতে ব্রিদ অ্যানালাইজার টেস্টের কথা ঘোষণা করে মদ্যপ বাস চালকদের প্রয়োজনীয় শাস্তি দেবার কথা ঘোষণা করেন।
Like Us On Facebook