প্রায় দু’মাস পর রাজ্য সরকারের নির্দেশে বর্ধমান ও দুর্গাপুর থেকে রাজ্যের বিভিন্ন রুটে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা যাত্রী পরিষেবা দেওয়া শুরু করল। তবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস যাত্রী পরিষেবা দেবে বলে জানা গেছে। বুধবার সকাল থেকে সরকারি গাইডলাইন মেনে ২০ জন করে যাত্রী নিয়ে বাসগুলি সিটি সেন্টারের এসবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে নিজের নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
জানা গেছে, দুর্গাপুর থেকে ধর্মতলা, দুর্গাপুর করুনাময়ী, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম বহরমপুর সহ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা তাদের সমস্ত রুটেই যাত্রী পরিষেবা বুধবার সকাল থেকে শুরু করে। বুধবার প্রথম দিন যাত্রী সংখ্যা কম ছিল। এক বাস কন্ডাক্টর শিশির সাহা বলেন, ‘সোশ্যাল ডিসট্যান্সিং মেনে বাসে ২০ জন করে যাত্রী নিয়ে এসবিএসটিসি আজ থেকে পরিষেবা শুরু করল। বাসের টিকিটের মূল্য অপরিবর্তিত রয়েছে।’ মানুষ জানতে পারলে বাসে যাত্রী সংখ্যা বাড়বে বলে আশা করছেন বাস কন্ডাক্টর শিশির সাহা। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, ‘রাজ্য সরকারের নির্দেশে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা যাত্রী পরিষেবা দেওয়া শুরু করল। স্বাস্থ্য বিধি মেনেই ২০ জন করে যাত্রী নিয়ে পরিবহণ পরিষেবা দেওয়া হবে যাত্রীদের।’ যাত্রীরা এদিন সরকারের গাইড লাইন মেনেই এক একজন করে বাসের সিটে বসে নিজ নিজ গন্তব্যে রওনা দেন। উল্লেখ্য, কয়েকদিন আগেই সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে কলকাতাগামী ভলভো বাস পরিষেবা চালু হয়েছে। ২০ জন করে যাত্রী নিয়ে স্বাস্থ্য বিধি মেনেই ভলভো বাস পরিষেবা শুরু হয় বলে জানা গেছে।