.

বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের চিত্তরঞ্জন দাস রোড এলাকায়। স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। একই সঙ্গে স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে সরকারি বাসে আগুন ধরিয়ে দেয়। রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবস্থা আয়ত্তে আনে। স্থানীয় বাসিন্দা সোনালি মূর্মূ বলেন, ‘বাড়ির সামনে বসে ছিলাম হঠাৎ করে দেখলাম এসবিএসটিসির একটা বাস দ্রুত গতিতে যাওয়ার সময় এক বাইক আরোহীকে ধাক্কা মারে। গুরুতর আহত হয় বাইক আরোহী এবং বাইকে বসা এক মহিলা। এই সুযোগে গাড়ির চালক পালিয়ে যায়। এই রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণ, এবং রাস্তায় স্পীড ব্রেকার করে দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি।’ খবর সংগ্রহ করা পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, জখম যুবকের মৃত্যু হয়েছে এবং সঙ্গের মহিলার অবস্থা গুরুতর।

Like Us On Facebook