সেভ ডেমোক্রেসি স্লোগানকে সামনে রেখে দুর্গাপুর সৃজনীতে রবিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হল। এই আলোচনা সভায় সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি তথা পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অর্ধেন্দু সেন সহ বিশিষ্ট বুদ্ধিজীবিরা অংশ নেন। সাম্প্রতিক কালে দেশ ও রাজ্যের বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে বক্তারা এদিন বক্তব্য রাখেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ধর্মনিরপেক্ষ দলগুলির একজোট হয়ে রাষ্ট্ররক্ষার্থে সাম্প্রদায়িক ও মৌলবাদি শক্তির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানান বক্তারা। সেভ ডেমোক্রেসি নিয়ে বিশিষ্টজনের বক্তব্য শোনার জন্য এদিন সৃজনী হল কানায় কানায় ভরে যায়।
Like Us On Facebook