জামালপুরে শাড়ির দোকানে চুরির ঘটনায় গ্রেফতার ১ মহিলা। ধৃতের নাম মল্লিকা মালিক। ধৃত মহিলাই দলের মূল পান্ডা বলে দাবি পুলিশের। গত শুক্রবার ধৃত মহিলা দলবল নিয়ে জামালপুরের আঝাপুরে একটি কাপড়ের দোকানে হানা দেয়। চুরি যায় লক্ষাধিক টাকার শাড়ি। সমস্ত ঘটনা সিসি ক্যামেরায় বন্দি হয়। পুলিশ তদন্তে নেমে হুগলির গুড়াপ থানা এলাকা থেকে মল্লিকা মালিক নামে মূলচক্রীকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে বর্ধমান আদালতে তোলে।
উল্লেখ্য, পুজোর মুখে জামালপুরের আঝাপুরে কাপড়ের নতুন দোকান খুলেছিলেন অন্তরা কবিরাজ। অন্তরাদেবী জানিয়েছিলেন, শুক্রবার সকাল ১১টা নাগাদ তিন মহিলা তাঁর দোকানে ঢুকে শাড়ি দেখতে শুরু করেন। তাঁরা প্রচুর দামি দামি শাড়ি দেখতে থাকেন এবং দেখার ফাঁকে এক মহিলা দোকানের কর্মীকে আড়াল করে পিছনে দাঁড়িয়ে থাকা দুই মহিলার হাতে গোছা গোছা শাড়ি পাচার করতে থাকেন। সেই দুই মহিলা নিজেদের কাপড়ের ভিতর শাড়িগুলি লুকিয়ে চলে যেতে থাকেন। শেষমেশ তৃতীয় মহিলা স্বপ্ল মূল্যের একটি শাড়ি-ব্লাউজ কিনে দাম মিটিয়ে চলে যান। তিন মহিলা কেপমার প্রায় লক্ষাধিক টাকার শাড়ি নিয়ে চম্পট দিয়েছিলেন বলে দাবি করেছিলেন অন্তরাদেবীর। শেষমেশ জামালপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে চক্রের মূলচক্রীকে গ্রেফতার করল। চক্রের বাকি সদস্যদের ধরার তৎপরতা শুরু করেছে পুলিশ।