করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে আইসোলেশন বিভাগ খোলা হয়েছে। মহকুমা হাসপাতালে অন্যান্য রোগীরাও রয়েছেন চিকিৎসার জন্য। প্রতিদিন রোগীরা আপদকালীন চিকিৎসার জন্য আসছেন হাসপাতালে। ‌রোগীর পরিজনদের আনাগোনাও রয়েছে হাসপাতালে। তাই সংক্রমণ যাতে কোন ভাবেই হাসপাতাল চত্ত্বরে ছড়িয়ে না পড়ে তার জন্য মহকুমা হাসপাতালকে জীবাণুমুক্ত করতে সোমবার সকালে দমকল কর্মীরা জীবাণুনাশক স্প্রে করে।

জানা গেছে, হাসপাতাল চত্ত্বর জীবাণুমুক্ত রাখতে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা হবে। রবিবার থেকে দুর্গাপুর বাজার এলাকা স্যানিটাইজ করার কাজ শুরু হয়। জানা গেছে, ধাপে ধাপে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় এইভাবেই স্যানিটাইজেশনের কাজ করা হবে। সোমবার দুর্গাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা দুর্গাপুর মহকুমা হাসপাতালকে দমকল বাহিনীর কর্মীরা জীবাণু মুক্ত করার কাজ শুরু করল।

Like Us On Facebook