প্রতি বছরের মত এবারও শুরু হয়েছে দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে সঙ্গীত মেলা। তবে এবারের সঙ্গীত মেলা একেবারেই লতাময়। এবারের মেলায় শহরের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা কেবলমাত্র সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গানই গাইছেন। ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলার কথা। অতিবৃষ্টির জন্য মেলা ৪ ফেব্রুয়ারির পরিবর্তে ৫ ফেব্রুয়ারি থেকে সাড়ম্বরে শুরু হয়েছে। শহরের শিল্পীরা গানের ডালি সাজিয়ে সঙ্গীতের মূর্ছনায় সঙ্গীত প্রেমী মানুষকে মুগ্ধ করেন। কিন্তু এবার শুরুতেই ছন্দপতন হয়েছে মেলার। উদ্ধোধনের একদিন পরেই সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদে সঙ্গীত প্রেমী মানুষে শোকাহত। তড়িঘড়ি সঙ্গীত মেলা কমিটি সিদ্ধান্ত নেয়, এবার মেলায় অন্য কোন গান নয়, কেবলমাত্র লতা মঙ্গেশকরের গানই শিল্পীরা পরিবেশন করবেন। এইভাবে সুর সাম্রাজ্ঞীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।

মেলা প্রাঙ্গণ থেকে মোমবাতি জেলে শোক মিছিলও বের করা হয়। মোমবাতি নিয়ে মিছিলে হাঁটেন দুর্গাপুরের মহানাগরিক তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনিন্দিতা মুখার্জী। সঙ্গীত মেলায় শোক প্রস্তাব পাঠ করা হয়। এবং লতা মঙ্গেশকরের সমস্ত ধরণের গান শিল্পীরা গাইবেন সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়। সেইমত রবিবার থেকেই মঞ্চে গাইছেন পশ্চিম বর্ধমান জেলার সমস্ত বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এইভাবে দুর্গাপুর সঙ্গীত মেলা কমিটি লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে।

দুর্গাপুরের মহা নাগরিক তথা দুর্গাপুর সঙ্গীত মেলার প্রধান উপদেষ্টা অনিন্দিতা মুখার্জী বলেন, ‘আমরা সুরের সরস্বতীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে মেলাতে কেবলমাত্র লতা মঙ্গেশকরের গান পরিবেশন করার সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্য জুড়ে সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গান আগামী ১৫ দিন ধরে বিভিন্ন মেলায় অনুষ্ঠানে পরিবেশন করার জন্য শিল্পীদের ও মেলা কমিটিকে বলেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আমরা সুর সাম্রাজ্ঞীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি।’

Like Us On Facebook