পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমির উদ্যোগে দুর্গাপুর বিধান ভবনে শুরু হওয়া তিনদিনের সংগীত ও নৃত্যের কর্মশালা শেষ হল বৃহস্পতিবার রাতে। এই কর্মশালায় সৃজনশীল সংগীত ও নৃত্যের তালিম দিলেন যথাক্রমে প্রখ্যাত সংগীত শিল্পী নুপুরছন্দা ঘোষ ও নৃত্য শিল্পী কোহিনুর সেন বরাট।
রাজ্য সংগীত আকাদেমির এই কর্মশালায় যেভাবে ছাত্র-ছাত্রীরা সাড়া দিল তা এককথায় অভূতপূর্ব – শান্তনু চক্রবর্ত্তী
নৃত্য ও সংগীত বিভাগে ৮০ জন করে ছাত্র-ছাত্রী সৃজনশীলতার তালিম নেন প্রথিতযশা দুই শিল্পীর কাছ থেকে। বৃহস্পতিবার ছিল এই কর্মশালার শেষ দিন। প্রশিক্ষণ শেষে সন্ধ্যায় গুরু শিষ্য পরম্পরা রেখে গুরু ও শিষ্যরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এদিন বিধান ভবনে উপস্থিত দর্শকরাও মুগ্ধ হন সংগীত ও নৃত্যের এই মনোজ্ঞ পরিবেশনে। বক্তব্য রাখতে গিয়ে এই দুই শিল্পী ছাত্র-ছাত্রীদের কাছে সৃজনশীল সংগীত ও নৃত্যের গুরুত্ব তুলে ধরেন।
দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শান্তনু চক্রবর্ত্তী বলেন,”রাজ্য সংগীত আকাদেমির এই কর্মশালায় যেভাবে ছাত্র-ছাত্রীরা সাড়া দিল তা এককথায় অভূতপূর্ব।” এদিন সকল ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন কর্মশালায় উপস্থিত দুই প্রথিতযশা শিল্পী।