সেল বা ডিএসপির অবসরপ্রাপ্ত কর্মীদের চিকিৎসা পরিষেবার জন্য ২০১৮-২০১৯ বর্ষের স্বাস্থ্যবিমা পূর্ণ সময়ের পুনর্নবীকরণের পরিবর্তে আপাতত তিন মাসের জন্য এক্সটেন্ড করা হল। ১১ এপ্রিল থেকে ১০ জুলাই পর্যন্ত আপাতত তিন মাসের জন্য নবীকরণ করা হবে বলে সেল সূত্রে জানা গেছে। ১০ জুলাইয়ের পর পরবর্তী সময়ে সেল বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের স্বাস্থ্যবিমা পুনর্নবীকরণের ব্যাপারে জানাবে বলে জানা গেছে।
১১ এপ্রিল থেকে ১০ জুলাই পর্যন্ত এই এক্সটেন্ডেড পিরিয়ডের প্রিমিয়াম জমা নেওয়ার শেষ তারিখ নির্ধারিত হয়েছে ১০ মে। সেল সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল থেকে ১০ জুলাই পর্যন্ত স্বল্প সময়ের স্বাস্থ্যবিমা নবীকরণের জন্য প্রিমিয়াম দিতে হবে ৭০ বছরের কম বয়সীদের জন্য ৯১৬ টাকা। বয়স ৭০-৮০ বছরের মধ্যে হলে দিতে হবে ৬৪১ টাকা ও ৮০ বছরের উপরে হল প্রিমিয়াম দিতে হবে ৪২৭টাকা।
প্রসঙ্গত উল্লেখ্য, ১০ এপ্রিল ২০১৮-১৯ বর্ষের সেল-ডিএসপির অবসরপ্রাপ্ত কর্মীদের মেডিক্লেমের নির্ধারিত সময় শেষ হয়েছে। এরপরে কবে মেডিক্লেম পুনর্নবীকরণ হবে এই নিয়ে শিল্পাঞ্চল জুড়ে সেল বা ডিএসপির অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এপ্রিল থেকে জুলাই পর্যন্ত আংশিক সময়ের জন্য আপাতত স্বাস্থ্যবিমা পুনর্নবীকরণ করার বিজ্ঞপ্তিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন সেলের অবসরপ্রাপ্তরা।
সেলের স্বাস্থ্যবিমা নবীকরণ সংক্রান্ত নোটিস ডাউনলোড করুন