ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় বিষাক্ত গ্যাস লিক হয়ে মৃত ৩, গুরুতর অসুস্থ ৫। নিরাপত্তার প্রশ্ন তুলে শ্রমিকদের বিক্ষোভের মুখে দুর্গাপুর কারখানা কর্তৃপক্ষ। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ঘটে দুর্ঘটনা। দুর্গাপুর ইস্পাত কারখানার বেসিক অক্সিজেন ফার্নেস শাটডাউন থাকাকালীন কনভেয়ার বেল্টে কাজ করছিলেন ঠিকা শ্রমিকরা। প্রায় আটজন ছিলেন। হঠাৎ করে তাঁরা একে একে অসুস্থ হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য শ্রমিকরা তাঁদের উদ্ধার করে প্রথমে প্লাট মেডিক্যালে ও পরে সেখান থেকে সোজা মিশন হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। আনার পথে একজন শ্রমিক মারা যান বলে জানা গেছে। পরে মিশন হাসপাতালে আরও দু’জন শ্রমিক মারা যান। বাকিদের মধ্যে একজন দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে ভর্তি ও বাকিরা মিশন হাসপাতালে ভর্তি আছেন বলে জানান দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক নেতা শেখ শাহাবুদ্দিন।

শেখ শাহাবুদ্দিন বলেন, ‘মৃত ৩ শ্রমিকের নাম, সজন চৌহান (৪৮), সিন্টু যাদব (২৮) ও সন্তোষ চৌহান (৩৫)। আমি এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের কাছে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা করার দাবি জানিয়েছি। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।’ খবর সংগ্রহ করা পর্যন্ত দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কোন বক্তব্য জানতে পারা যায় নি। উল্লেখ্য, এর আগেও দুর্গাপুর ইস্পাত কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটে। বার বার এই ধরণের ঘটনা ঘটায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের গাফিলতির দিকেই আগুল তুলছে বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মীরা।

Like Us On Facebook