প্রতিবন্ধী ভোটাররা যেন কোনভাবেই ভোটদান থেকে বাদ না পড়েন সেই বিষয়ে নির্বাচন কমিশন খুবই সতর্ক। প্রথম থেকেই তাঁদের ভোটদানে সচেতন করা থেকে শুরু করে তাঁদের ভোটের দিন যাতে কোন ভাবে ভোটদানে অসুবিধা না হয় তা সবরকম ব্যবস্থা করেছে জেলা প্রশাসনও। শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী ভোটারদের নিয়ে জেলা প্রশাসন নানান ধরনের কর্মসূচিও গ্রহণ করেছে। সেই বিষয়গুলি সরেজমিনে পর্যবেক্ষণ করতে শুক্রবার জেলায় হাজির হন সিস্টেম্যাটিক ভোটারস এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন বা এসভিইইপি-র বিশেষ পর্যবেক্ষক সুরেন্দ্র গুপ্তা।

এদিন পর্যেবক্ষক এবং জেলা রিটার্নিং অফিসার তথা জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব মেমারি-১ ব্লকের দলুইবাজার-১ এবং দলুইবাজার-২ গ্রাম পঞ্চায়েতের ৬টি বুথ পর্যবেক্ষণ করেন। সেখানে তাঁরা সরাসরি প্রতিবন্ধী ভোটারদের সাথে কথা বলেন। তাঁদের সুবিধা-অসুবিধা কি আছে তা তাঁরা জেনে নেন। তাঁদের আশ্বাস দেন যে, ভোটের দিন যদি ভোটদানে কোন অসুবিধা হয় তাহলে তাঁদের পাশে ব্লক প্রশাসন থাকবে। এদিন সকালে মেমারি-১ ব্লকের বিভিন্ন বুথগুলিও তাঁরা নিজেরা গিয়ে দেখেন। সঙ্গে ছিলেন এসভিইইপি-র জেলা নোডাল অফিসার বাসবদত্তা গুপ্ত, মেমারি-১ ব্লকের বিডিও বিপুল কুমার মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা।

Like Us On Facebook