দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সেল মেডিক্লেম পরিষেবার অনলাইনে নবীকরণ শুরু হচ্ছে আজ, বৃহস্পতিবার থেকে। অনলাইনে এসবিআই কালেক্ট পোর্টালে সেল-এর অবসরপ্রাপ্ত কর্মীরা বাড়িতে বসেই পেমেন্ট করে ২০১৯ এর পূর্ণ সময়ের সেল মেডিক্লেম পরিষেবার সুযোগ পাবেন। দুর্গাপুর ইস্পাত কারখানার টাউন অ্যাডমিনিস্ট্রেশন কার্যালয়ের মেডিক্লেম দফতর সূত্রে জানা গেছে, অনলাইনে এই নবীকরণ পর্ব মাসভর চলবে। তবে নবীকরণ পর্বের শেষ তারিখ এখনও জানা যায়নি। দুর্গাপুর ইস্পাত কারখানার টাউন অ্যাডমিনিস্ট্রেশন কার্যালয় সূত্রে জানা গেছে, অন্যান্য বারের মতো এবারও জুলাই মাসে ডিএসপির অবসরপ্রাপ্ত কর্মী ও তাঁর স্ত্রী দুজনেই চিকিৎসা পরিষেবা পেতে সেল মেডিক্লেমে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। ৭০ বছরের নীচের অবসরপ্রাপ্তদের মাথা পিছু প্রিমিয়াম দিতে ৪৮০২ টাকা। ৭০-৮০ বছরের জন্য ৩৩৫৭ টাকা। এবং ৮০ বছর ও তার উপরের বয়স্কদের জন্য ২২৩৮ টাকা প্রিমিয়াম ধার্য করা হয়েছে।
এদিকে লোকসভা নির্বাচনের আগে এপ্রিল থেকে জুন মাসের ডিএসপির অবসরপ্রাপ্তদের চিকিৎসা পরিষেবা দিতে সেল মেডিক্লেমের জন্য একটি অংশের টাকা নেওয়ার পর ফের ১১ জুলাই ২০১৯ থেকে ১০ জুলাই ২০২০ পর্যন্ত প্রায় ৩১% বর্ধিত হারে প্রিমিয়াম দিতে হওয়ার প্রশ্নে দুর্গাপুরের ডিএসপির অবসরপ্রাপ্ত কর্মীরা ক্ষুব্ধ। সেল ডিএসপির অবসরপ্রাপ্ত কর্মীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবছর মেডিক্লেমের উপর বর্ধিত হারে প্রিমিয়াম ধার্য করায় প্রিমিয়াম কমানোর দাবিতে ইতিমধ্যে দুর্গাপুরের অবসরপ্রাপ্ত কর্মীদের ইউনিয়ন স্টিল ওয়ার্কাস ফেডারেশন অফ ইন্ডিয়া অ্যান্ড স্টিল রিটায়ার্ড ফেডারেশন আন্দোলনে নেমেছে। ফেডারেশনের সম্পাদক পিকে দাস বলেন, ‘সেল প্রতিবছরই ডিএসপি কারখানার অবসরপ্রাপ্তদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য মেডিক্লেমে যে হারে প্রিমিয়াম ধার্য করছে তাতে আমরা খুশি নই। সেল যে ভাবে অবসরপ্রাপ্ত কর্মীদের মেডিক্লেমে প্রিমিয়াম অঙ্ক বাড়িয়ে চলেছে তাতে ভবিষ্যতে আর অবসরপ্রাপ্ত কর্মীরা মেডিক্লেমের প্রিমিয়ামের টাকা জোগাড় করতে পারবেন না। এবছর আমরা একটা বিকল্প প্রিমিয়াম অঙ্ক ধার্য করার প্রস্তাব দিই সেল কর্তৃপক্ষকে। কিন্তু আমাদের সেই প্রস্তাবকে পাত্তা না দিয়ে উল্টে সেল অবসরপ্রাপ্তদের মেডিক্লেমের উপর ৩১% বর্ধিত হারে প্রিমিয়াম ধার্য করেছে। ফলে বৃদ্ধ বয়সে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবেন অনেক অবসরপ্রাপ্ত কর্মী ও তাঁদের পরিবার।’
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?