দুর্গাপুর ইস্পাত কারখানা পরিদর্শনে এসে অ‍্যালয় স্টিল প্লান্ট নিয়ে কোন আশার কথা শোনালেন না সেলের নব নিযুক্ত চেয়ারম্যান অনিল কুমার চৌধুরী। একাদশীর দিন দুর্গাপুর ইস্পাত কারখানা পরিদর্শনে আসেন সেলের নব নিযুক্ত চেয়ারম্যান অনিল কুমার চৌধুরী। দুর্গাপুর ইস্পাত কারখানায় তৈরি হচ্ছে ভারতীয় রেলের এলএইচবি কোচের জন্য এবং মেট্রো রেলের জন্য চাকা। সেই কাজের খোঁজ খবর নিতেই দুর্গাপুর ইস্পাত কারখানা পরিদর্শন সেলের নব নিযুক্ত চেয়ারম্যানের।

পরিদর্শনকালে ডিএসপির কর্মী সংগঠনের বিভিন্ন নেতৃত্ব সেলের চেয়ারম্যানের সঙ্গে মিটিংয়ে বসেন। ডান-বাম বিভিন্ন কর্মী সংগঠনের দাবি সেলের চেয়ারম্যান অনিল কুমার চৌধুরীর কাছে তাঁরা এএসপি কারখানার আধুনিকিকরণ ও সম্প্রসারণের দাবি জানিয়েছেন। এএসপি ও ডিএসপির সংযুক্তিকরণ করা চলবে না বলেও জানিয়েছেন বলে দাবি কর্মী সংগঠনের নেতাদের। কেন্দ্রীয় সরকারের বিলগ্নিকরণের সিদ্ধান্তের বদল না হলে সেলের পক্ষে এএসপি নিয়ে কোন পদক্ষেপ করা সম্ভব নয় বলে জানান চেয়ারম্যান। এই কথায় কার্যত হতাশ দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী সংগঠনের নেতৃবৃন্দ। তাই কর্মী সংগঠনের নেতারা এএসপি নিয়ে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ফের ঘোষণা করেন।

Like Us On Facebook