একটি রাজনৈতিক দল কোন কাজ না করেই কেবলমাত্র ভাষণবাজি ও হানাহানি করে দেশের মানুষকে দুই ভাগে ভাগ করছে, অপরদিকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে হাতিয়ার করে দেশকে এগিয়ে নিয়ে চলছে। যারা এইসব করছে তারা খুব শীঘ্রই হারিয়ে যাবে। দুর্গাপুরে এসে বুধবার প্রধানমন্ত্রী ও বিজেপির নাম না করে এভাবেই আক্রমণ করলেন রাজ‍্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস।

অরূপ বিশ্বাস বুধবার দুর্গাপুরের বিধান নগরের সেক্টর ২সিতে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির এক অনুষ্ঠান উদ্ধোধন করেন এদিন। অরূপ বাবুর দাবি রাজ‍্যে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি আজ আন্দোলনের রূপ নিয়েছে। ব্লকে ব্লকে এই কর্মসূচি পালন করা হচ্ছে প্রতিদিন। অরূপবাবু পরিসংখ্যান দিয়ে বলেন সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির ফলে রাজ‍্যে দুর্ঘটনা ও মৃত্যুর হার কমছে। অরূপবাবু সাম্প্রতিক মুখ‍্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান তুলে ধরে বলেন সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির ফলে রাজ‍্যে দুর্ঘটনা ও মৃত্যুর হার ১৮-২০% কমে ভারতের মধ্যে পঞ্জাবের পর দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ স্থান পেয়েছে। এদিনের সেফ ড্রাইভ সেভ লাইফ র‍্যালির উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ‍্যের আরেক মন্ত্রী স্বপন দেবনাথ। তাছাড়া দুর্গাপুর নগরের মেয়র দীলিপ অগস্তি, আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি, দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা সহ দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন মেয়র পারিষদ ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সেফ ড্রাইভ সেভ লাইফ বাইক র‍্যালিটি বিধাননগর সেক্টর ২সি থেকে দুর্গাপুর স্টিল টাউনশিপ মেন হাসপাতাল পর্যন্ত যায়।

Like Us On Facebook