আমি পাঁচ বছর বয়সে আমার বাবাকে হারিয়েছি তাই বাড়ির অভিভাবক না থাকলে একটি পরিবারের কি দুর্দশা হয় সেই অভিজ্ঞতা আমার হয়েছে। তাই মাথায় হেলমেট পরে বাইক চালান সকলেই। মঙ্গলবার দুর্গাপুরের আঞ্চলিক পরিবহণ দপ্তরের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠানে আবেগভরা গলায় এই কথা বলেন দুর্গাপুরের মহকুমাশাসক ডা. শ্রীকান্থ পল্লী।

মহকুমাশাসক এদিন পথ দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে বলেন, আমি একজন চিকিৎসক তাই আমি জানি প্রতিদিন যত মৃত্যুর ঘটনা ঘটছে তার ৬০ শতাংশ মৃত্যু হচ্ছে পথ দুর্ঘটনায়। পথ দুর্ঘটনায় বেশীরভাগ মৃত্যুই হয় ঘাড় বা মাথায় গুরুতর আঘাতে। তাই সকলেই হেলমেট পরে বাইক চালান এবং নিজের পরিবারের হাসি ধরে রাখুন। এদিন সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠানে দুর্গাপুরের পরিবহণ দপ্তরের আধিকারিক মৃন্ময় মজুমদার সহ পশ্চিম বর্ধমান জেলার পরিবহণ দপ্তরের দুর্গাপুর ও আসানসোলের অনেক কর্মকর্তারাই উপস্থিত ছিলেন। এদিন অনুষ্ঠানের শেষ লগ্নে হেলমেট প্রদান করার কথা ঘোষণা হতেই হেলমেট সংগ্রহ করার প্রতিযোগিতা শুরু হয়ে যায়।

Like Us On Facebook