বুধবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে পথ নিরাপত্তায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির এক ম্যরাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেফ ড্রাইভ সেভ লাইফ শ্লোগানকে বেশি মাত্রায় জনসাধারণের মধ্যে পৌঁছে দিতেই এই দৌড়ের আয়োজন বলে জানা গেছে।
এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার লক্ষী নারায়ণ মীনা, দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি, মহকুমাশাসক শঙ্খ সাঁতরা, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী, দুর্গাপুর নগর নিগমের সমস্ত মেয়র পারিষদ, কাউন্সিলর, দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সমস্ত সভ্যবৃন্দ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। এদিনের ম্যারাথন দৌড়ে দুর্গাপুরের বিভিন্ন স্তরের প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরষ্কৃত করা হয়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতাকে আকর্ষণীয় করতে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী এদিন উপস্থিত ছিলেন।