বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের আরপিএফ এক বছর চল্লিশের মহিলাকে রেল লাইনের ধার থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করে। আরপিএফ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে ৬৩৫১৮ ডাউন আসানসোল-বর্ধমান লোকাল ট্রেনের যাত্রীরা দুর্গাপুরের আরপিএফ অফিসে ওয়ারিয়া স্টেশন ও মায়াবাজারের মধ্যে ট্রেন থেকে এক মহিলার পড়ে যাওয়ার খবর দেয়। সঙ্গে সঙ্গে আরপিএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছন। সেখান থেকে তাঁরা মারাত্মক জখম অবস্থায় এক মহিলাকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি ওই মহিলার বাড়িতে খবরও পাঠিয়ে দেয় আরপিএফ।

খবর পেয়ে জখম মহিলার স্বামী রানিগঞ্জ থেকে দুর্গাপুর হাসপাতালে আসেন। তিনি বলেন, আমার স্ত্রী বর্ধমানের লক্ষ্মীপুর মাঠে তাঁর বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এদিন দুপুরে রানিগঞ্জ থেকে আসানসোল-বর্ধমান লোকাল ট্রেনে ওঠেন। তারপর কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা বুঝতে পারছি না। আমার স্ত্রী গুরুতর জখম হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। তিনি এখন ঘটনার ব্যাপারে বলার মত অবস্থায় নেই। তিনি কিছুটা সুস্থ হলে ঘটনার বিস্তারিত জানা সম্ভব হবে।

Like Us On Facebook