গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের গান্ধী মোড় থেকে রেলের সম্পত্তি চুরির দায়ে বুধবার রেল সুরক্ষা বল তিন দুষ্কৃতিকে হাতে নাতে ধরল। রেলের সম্পত্তি সহ ধৃত তিন দুষ্কৃতিকে রেল পুলিশ গ্রেফতার করে দুর্গাপুর আদালতে নিজেদের হেপাজতে নেবার জন্য হাজির করল। সূত্র মারফৎ জানা গেছে ওয়ারিয়া থানার ডিটিপিএস এলাকার বাসিন্দা রাজু কুমার রাম, কৃষ্ণ বর্মা ও রোহিত কুমার রাম নামের তিন দুষ্কৃতিকে রেল পুলিশ গ্রেপ্তার করে দুর্গাপুর আদালতে তোলে। বাকিদের খোঁজে রেল পুলিশ জোর তল্লাসি চালাচ্ছে বলে খবর। রেলের সম্পত্তি চুরি রুখতে ও চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার করতে রেল সুরক্ষা বল এক বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। সেই টিমের সদস্যরা বিভিন্ন সূত্র ধরে খবর সংগ্রহ করে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে রেলের সম্পত্তি উদ্ধার করতে বলে রেল সূত্রে জানা গেছে।
Like Us On Facebook