মায়ের বকুনিতে গলায় ফাঁস দিয়ে বুধবার আত্মহত্যা করল দুর্গাপুরের ফুলঝোড়ের একটি ইংরেজী মাধ্যম স্কুলের দশম শ্রেণির এক ছাত্রী। মৃত ওই ছাত্রীর নাম সুপ্রীতি ব্যানার্জী। দুর্গাপুরের বিধাননগর ২সি’র বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইলে আসক্তির জন্য বুধবার সুপ্রীতির মা সুপ্রীতিকে বকে। এরপর সুপ্রীতি নিজের ঘরে চলে যায়। দুপুরে সুপ্রীতিকে ডাকতে গিয়ে সুপ্রীতির মা তাকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মিশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মোবাইলে আসক্তি নিয়ে মা-মেয়ের বিবাদের জেরেই সুপ্রীতি অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে বলে জানা গেছে। সুপ্রীতির বাবা সুপ্রকাশ ব্যানার্জী একটি বীমা কোম্পানির উচ্চ পদস্থ আধিকারিক বলে জানা গেছে। সুপ্রীতির মৃত্যুতে তার স্কুল ও বিধাননগর জুড়ে শোকের ছায়া নেমে আসে।