রবিবার ভোরে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙার একটি বেসরকারি কারখানার ভিতর দুর্ঘটনায় এক ঠিকা শ্রমিকের মৃত্যু হল। মৃতের নাম দেবীপ্রসন্ন নন্দী(৪৫) বলে জানা গেছে। শনিবার নাইট শিফটে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান তাঁর সহকর্মীরা। সহকর্মীদের বক্তব্য, রড কাটিং বিভাগে কাজ চলার সময় আচমকাই একটি রডের ফালি ছিটকে এসে দেবীপ্রসন্নবাবুর বুকে ঢুকে যায়, হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তাঁর।
খবর পেয়ে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে আসেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি বিশ্বনাথ পারিয়াল। তাঁর অভিযোগ, কিছু বেসরকারী কারখানা শ্রমিক নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে শ্রমিক স্বার্থে সংগঠন লাগাতার আন্দোলনে নামবে। মৃত ঠিকা শ্রমিকের বাড়ি দুর্গাপুরের অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকের হেডকোয়ার্টারের কাছে বলে জানা গেছে। এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে দুর্গাপুরের বেসরকারি কারখানাগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের সেফটি বিভাগের কর্মীদের নজরদারি নিয়ে প্রশ্ন তোলেন দুর্গাপুরের সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার।