রবিনসন স্ট্রিটের ছায়া দুর্গাপুরে। মৃত মায়ের সঙ্গে মানসিক ভারসাম্যহীন ছেলে তিনদিন কাটাল এক বিছানায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুরের ২৬ নং ওয়ার্ডের রবীন্দ্রপল্লীতে সানন্দা নন্দী (৬০) মানসিক ভারসাম্যহীন ছোট ছেলে ইন্দ্রদীপকে নিয়ে রবীন্দ্রপল্লীর একটি বাড়িতে থাকতেন। বড় ছেলে ইন্দ্রনীল ওই এলাকায় পৃথক বাড়িতে থাকেন।
স্থানীয় মানুষজন জানান, গত কয়েক দিন ধরে নন্দী পরিবারের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কম-বেশি সকলেই পচা দুর্গন্ধ পাচ্ছিলেন। একই ভাবে ইন্দ্রদীপকেও কয়েকদিন ধরে বাড়ির বাইরে দেখা যাচ্ছিল না। গন্ধের উৎস খুঁজতে খুঁজতে পড়শিরা দরজা ভেঙে মৃত মায়ের পাশে শুয়ে থাকা ইন্দ্রদীপকে আবিষ্কার করেন। পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ইন্দ্রদীপ পুলিশকে জানায় মা সানন্দাদেবী গত তিনদিন আগেই মারা গেছেন। মা কে আগলে ইন্দ্রদীপ তিনদিন ধরে বিছানায় শুয়ে আছে। মা তার জীবনের সব। তাই মাকে ইন্দ্রদীপ তিনদিন ধরে বিছানায় আগলে রেখেছে। এই খবর চাউর হলে আর এক রবিনসন স্ট্রিট প্রত্যক্ষ করতে ভিড় বাড়তে থাকে বাড়ির সামনে। পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠায়।