দুর্গাপুর নগর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্রমিক নগরের দামোদর কলোনিতে টানা বৃষ্টির জেরে ধসের কবলে বিশাল রাস্তা। পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ধস কবলিত রাস্তার পাশে থাকা বাড়ির একংশ ঝুলন্ত অবস্থায় রয়েছে যা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এলাকা পরিদর্শনে আসেন স্থানীয় কাউন্সিলর শিপুল সাহা।
শিপুল সাহার অভিযোগ, পানাগড় শিল্পতালুকে পাইপ লাইনের মাধ্যামে জল নিয়ে যাওয়ার কাজ চলছে। নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই পাইপ। কাজ করার পর ঠিকমতো ফিলিং করা হচ্ছে না। ছাই দিয়ে দায় সারা ভাবে কাজ করা হচ্ছে। তার জেরেই এই ধস। সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হয়েছে। কোনো ব্যবস্থা নেওয়া না হলে আগামীদিনে এলাকার মানুষ কাজ বন্ধ করে দেবে। এই ধসের জেরে যথেষ্টই আতঙ্কে দিন কাটছে এলাকার মানুষদের।
Like Us On Facebook