দুর্গাপুরের বিভিন্ন রাস্তা মেরামতির কাজ শুরু করল দুর্গাপুর নগর নিগম। সামনের বছর নগর নিগমের নির্বাচন। সেই নির্বাচনের আগেই দুর্গাপুরের সমস্ত বেহাল রাস্তা মেরামত করে দিতে চায় দুর্গাপুর নগর নিগম। পুরানো রাস্তা মেরামতির সঙ্গে সঙ্গে কিছু নতুন রাস্তাও তৈরি করছে দুর্গাপুর নগর নিগমের পূর্ত দফতর। অলিগলি সহ পাড়ার রাস্তাও তৈরি বা মেরামত করছে দুর্গাপুর নগর নিগম।
রাস্তার বেহাল দশা নিয়ে দুর্গাপুরবাসীর অভিযোগ দীর্ঘদিনের। আগামী বছরের মাঝামাঝি নগর নিগমের নির্বাচন, তার আগেই দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ডের সমস্ত রাস্তা মেরামত করে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগম। বেশকিছু ব্যস্ত রাস্তা আগে মেরামত করা হলেও অন্যান্য কিছু রাস্তা বেহাল অবস্থায় পড়ে ছিল দীর্ঘদিন। ওইসব রাস্তা নতুন করে মেরামতির কাজ শুরু হতেই এলাকার মানুষও তাঁদের খুশির কথা জানান বর্ধমান ডট কমকে। দুর্গাপুরের ১৪নং ওয়ার্ডের বাসিন্দা শেখ আলম বলেন,”দুর্গাপুরের অন্যান্য রাস্তা মেরামত হলেও দীর্ঘদিন ধরে আমাদের ওয়ার্ডে রাস্তার কোন কাজ হয়নি। এবার আমাদের ওয়ার্ডেও রাস্তা মেরামতির কাজ শুরু হওয়ায় আমরা খুশি।” ১৪ নং ওয়র্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড কমিটির সম্পাদক রাজু সিং বর্ধমান ডট কমকে বলেন,”দুর্গাপুরের প্রতিটি রাস্তার সঙ্গে ১৪ নং ওয়ার্ডেও পুরানো রাস্তা মেরামতের পাশাপাশি কয়েকটি নতুন রাস্তাও তৈরি হচ্ছে। এর ফলে মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।
দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ(পূর্ত) প্রভাত চট্টোপাধ্যায় বলেন,”কোন ওয়ার্ডকেই আমরা বঞ্চিত করব না। দুর্গাপুরের সব জায়গায় উন্নয়নের কাজ চলছে সমান গতিতে। চলতি বছরের মধ্যেই সমস্ত রাস্তা নতুন রূপ পাবে।”