ফাইল চিত্র

দামোদর ব্যারেজের উপরের বেহাল রাস্তা সংস্কারের জন্য সাময়িক ভারী যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করল বাঁকুড়া জেলা প্রশাসন। শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করেন বাঁকুড়ার জেলা শাসক ড. উমাশঙ্কর এস। সেচ দফতর সূত্রেও একই কথা জানা গেছে। ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।

জানা গেছে, ৯ সেপ্টেম্বর থেকে ব্যারেজের রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হলেই ফের ভারী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন বাঁকুড়ার জেলাশাসক। ফলে এই কতদিন বাঁকুড়া ও দুর্গাপুরগামী যাত্রীদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে। তবে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও হাল্কা যান চলাচল করতে পারবে মাত্র ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে। দীর্ঘদিন ধরেই দামোদর ব্যারেজের উপরের রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। প্রায়ই এই রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ছে বিভিন্ন যানবাহন। দীর্ঘদিন ধরেই এই বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন মানুষজন। শেষমেশ শনিবার এই বেহাল রাস্তা সংস্কারের বিজ্ঞপ্তি জারি হওয়ায় খুশি মানুষ।

ফাইল চিত্র
Like Us On Facebook