.
আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় দুর্গাপুরে ১৪ নং ওয়ার্ডে রাস্তা সংস্কার শুরু হল। বুধবার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পুরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ রাখি তেওয়ারি এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। জানা গেছে, ১৪ নং ওয়ার্ডের গোয়েলের গলি থেকে নয়িমনগর হয়ে আনন্দ নগর পর্যন্ত ১৯০০ মিটার এই রাস্তা সংস্কারের জন্য খরচ হচ্ছে ২৭ লক্ষ টাকা। উল্লেখ্য, কয়েকদিন আগে এই ১৪ নং ওয়ার্ডের তিলকা পুকুর সংস্কারের জন্য দূর্গাপুর পুরসভার পক্ষ থেকে ৪৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। এরপরে ফের রাস্তা সংস্কারের কাজ শুরু হল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সহায়তায়।
Like Us On Facebook