ফের দুর্গাপুরে পথ দুর্ঘটনায় একজন খবরের কাগজ বিক্রেতা গুরুতর জখম হলেন। এর প্রতিবাদে আধ ঘন্টা গান্ধীমোড়ে পথ অবরোধ করেন খবরের কাগজের হকাররা। দুর্গাপুর থানার ওসি অনির্বান বসু ঘটনাস্থলে সাত সকালে ছুটে এসে অবস্থার সামাল দিলে হকাররা অবরোধ তোলেন। জানা গেছে এসবিএসটিসি’র বহরমপুর গামী একটি বাস গান্ধীমোড়ে সোমবার সকালে উত্তম রানা নামের এক খবরের কাগজের হকারকে ধাক্কা মারলে উত্তমবাবু গুরুতর আহত হন। উত্তমবাবুকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সরকারি বাসের চালকের বেপরোয়া গাড়ী চালনায় চোখের সামনে সহকর্মী গুরুতর আহত হওয়ার প্রতিবাদে ক্ষতিপূরণের দাবিতে অন্যান্য হকার ও স্থানীয় মানুষ আধ ঘন্টা পথ অবরোধ করেন। দুর্গাপুর থানার ওসি অনির্বান বসু বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে অবস্থা সামাল দেয়। দুর্গাপুর থানার ওসির আশ্বাসে অবরোধ ওঠে। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক পথ দুর্ঘটনায় শিল্পাঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে।
Like Us On Facebook