পথ দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদি এক মহিলার সঙ্গে পুলিশ আশলীন আচরণ করার অভিযোগে প্রতিবাদে বুধবার সকালে দুর্গাপুরের শ্যামপুর মোড়ে মৃতদেহ রেখে দীর্ঘক্ষণ পথ অবরোধ করলেন স্থানীয় মানুষ। স্থানীয় মানুষের অভিযোগ, ব্যস্ততম শ্যামপুর মোড়ে পুলিশ সঠিক ভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ না করে পুলিশ তোলা তুলতেই ব্যস্ত থাকে। ফলে বেপরোয়া লরির দাপটে পথ চলতি মানুষের নাভিশ্বাস উঠছে, ঘটছে প্রতিদিন দুর্ঘটনা।

স্থানীয় মানুষের অভিযোগ, বুধবার সকালে একই ভাবেই পুলিশ যখন তোলা তুলতে ব্যস্ত তখন একটি বেপরোয়া লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম হরেন দাস (৭৫)। ঘটনার পর স্থানীয় মানুষ পথ অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সরাতে গেলে এক মহিলা পথ দুর্ঘটনা নিয়ে সোচ্চার হয়ে ওঠেন পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, কোক ওভেন থানার এক পুলিশ কর্মী ওই মহিলার সঙ্গে আশীলীন আচরণ করে। এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা এর পরেই দোষী পুলিশ কর্মীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে পথ অবরোধে ফের সামিল হন। খবর সংগ্রহ করা পর্যন্ত জানা গেছে ওই স্থানে স্থানীয় মানুষ পথ অবরোধ করে রেখেছেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


\

Like Us On Facebook