ব্যাঙ্গালোরের এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুর্গাপুরের ছেলে ব্যাঙ্গালোরে কর্মরত দীপঙ্কর দে’র গোটা পরিবার। দীপঙ্কর দে একটি বিদেশি আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন। বর্তমানে ব্যাঙ্গালোরের বাসিন্দা। স্ত্রী স্বাগতা ব্যাঙ্গালোরের স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা। দীপঙ্করবাবু সোমবার ভোর রাতে স্ত্রী স্বাগতা, শ্বাশুড়ি জয়তী চৌধুরী ও ১৩ বছরের ছেলে ধ্রুবকে নিয়ে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে শ্যালিকা ঝিলমিল নায়ারকে আনতে গিয়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল গোটা পরিবার।

ব্যাঙ্গালোর পুলিশ দীপঙ্কর দে’র শ্যালিকা ঝিলমিল নায়ারের ফোনের সূত্র ধরেই দুর্গাপুর থানায় সোমবার সকাল ১০ টা নাগাদ যোগাযোগ করে। জানা গেছে, দুর্গাপুরের স্টিল টাউনশিপ আকবর রোডের ১৬/১৬ বাড়িতে দীপঙ্কর দে’র বাবা সমরেন্দ্র দে, মা কৃষ্ণা দে ও ভাই শুভঙ্কর থাকেন। দুর্গাপুর থানা মারফৎ এই মর্মান্তিক খবর শুনে শুভঙ্কর সন্ধ্যার ফ্লাইটে ব্যাঙ্গালোর ছুটে যান। আজ, মঙ্গলবার দীপঙ্কর বাবুর গোটা পরিবারের শেষকৃত্য ব্যাঙ্গালোরে সম্পন্ন হবে বলে জানা গেছে। ছেলে, বৌমা ও ছোট্ট নাতি সহ ছেলের শ্বাশুড়ি ও শ্যালিকার এই মর্মান্তিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন দীপঙ্করবাবুর বাবা ও মা। দীপঙ্করবাবুর বাবা কাঁদতে কাঁদতে বললেন, ‘ওরা প্রতি বছর গরমের ছুটিতে দুর্গাপুরে আসত। এবছর ওরা ব্যাঙ্গালোরে নতুন বাড়িতে গৃহপ্রবেশ করল। তাই আর এল না। ওদের বাড়ি কেনাই কাল হল।’

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook