২০১২ সালে বন্ধ হয়ে যাওয়ার পর ফের নতুন নামে নতুন রূপে পথ চলা শুরু করতে চলেছে দুর্গাপুরের দামোদর ব‍্যারেজ সংলগ্ন পর্যটন উন্নয়ন নিগমের বাংলো ‘রিভিয়েরা’। তবে এবার আর রিভিয়েরা নামে নয় দামোদর ব্যারেজের প্রাকৃতিক সৌন্দর্যকে হাতিয়ার করে পর্যটকদের টানতে রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের রিভিয়েরার নতুন নমকরণ করা হল ‘দ্য দামোদর রিট্রিট’। শনিবার দামোদর রিট্রিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।

শনিবার রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব দুর্গাপুরে এসে দামোদর রিট্রিটের উদ্ধোধন করেন। জানা গেছে, প্রাথমিক ভাবে প্রায় তিন কোটি টাকার মতো বিনিয়োগ করে বন্ধ হয়ে যাওয়া রিভিয়েরাকে নতুন সাজে সজ্জিত করা হচ্ছে। জানা গেছে, ১৪ টি এসি রুম, ছাড়াও থাকছে নন এসি রুম। দামোদর রিট্রিটের সামনে থাকছে ফুলের বাগান ‘শামিয়ানা’। মিনি জিম ও সুইমিং পুল রয়েছে। তাছাড়া পর্যটকদের মনোরঞ্জনের জন্য দামোদর রিট্রিটে গ্রাম বাংলার পরিবেশ গড়ে তোলা হচ্ছে বলে জানা গেছে। থাকবে এসি ও নন এসি মাটির বাড়ি। প্রাথমিকভাবে দামোদর রিট্রিটে ১৫ জনের মতো কর্মসংস্থান হবে বলে জানা গেছে। দামোদর রিট্রিটের উদ্ধোধনের পর পর্যটনমন্ত্রী গৌতম দেবের দাবি, যেভাবে দামোদর রিট্রিটকে সাজানো হচ্ছে তাতে আগামী দিনে পর্যটকদের আকর্ষণ করবে দামোদর রিট্রিট।





Like Us On Facebook