কাঁকসার শিবপুরে অজয় নদীতে বন্ধ নৌকা পরিষেবা। জীবন হাতে নিয়ে এক মানুষ জলের মধ্য দিয়ে অজয় নদের স্রোত ঠেলে পারাপার করছেন নিত্যদিন যাতায়াতকারী মানুষজন। অজয়ের একদিকে শিবপুর অন্যদিকে বীরভূমের জয়দেব। অস্থায়ী সেতু দিয়ে সারা বছর পারাপার করতে হয়, প্রত্যেক বর্ষায় অজয় নদের উপর অস্থায়ী ব্রিজ ভেঙ্গে যায়, তখন সমসয়ায় পড়েন এই পথে যাতায়াতকারী মানুষজন। পরিস্থিতি উপযুক্ত হলে চলে নৌকা। জল কমে গেলে বন্ধ হয়ে যায় নৌকা পরিষেবা। তখন সাঁতারে বা হেঁটে পারাপার করতে হয় নদী। এখন নদীতে প্রায় এক মানুষ জল, এখনও চালু হয়নি নৌকা পরিষেবা। তাই জীবনের ঝুঁকি নিয়েই স্রোত ঠেলে পারাপর করছেন মানুষজন।
এদিন এক মহিলা নদী পারাপারের সময় তলিয়ে যেতে যেতে বরাতজোরে বেঁচে যান। যাতায়াতকারী মানুষজনদের অভিযোগ, নৌকা পরিষেবা বন্ধ থাকার জন্য তাঁদের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। জীবন হাতে নিয়ে সাঁতার কেটে অজয় নদ পারাপার করতে হচ্ছে। বুধবার সকাল থেকেই এভাবেই অজয় নদীতে পারাপার করতে দেখা যায়। কাঁধে করে সাইকেল সহ বাচ্চাদের নিয়ে পারাপার করতে দেখা যায় যাতায়াতকারী মানুষজনেদের। গত কিছুদিন ধরে নৌকা পরিষেবা চালু হলেও মঙ্গলবার থেকে বন্ধ ফের নৌকা পরিষেবা। বুধবার সকাল থেকেই চলছে ঝুঁকির পারাপার। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে নদী পারাপারকারী মানুষজনেরা জানান, এভাবেই তাঁদের পারাপার করতে হয় জীবন হাতে নিয়ে। কবে শেষ হবে অজয়ের নতুন স্থায়ী ব্রিজ সেদিকেই এখন তাকিয়ে দুই জেলার মানুষ।