ছেলে-বৌমার উপর রাগ, তাই বদলা নিতে ছোট্ট শিশুকে রান্নার গ্যাস সিলিন্ডারের গ্যাসে পুড়িয়ে মারার চেষ্টা করার অভিযোগ উঠল। দুর্গাপুরের ঘটনা। এক ঠাকুমার বিরুদ্ধে এক বছরের নাতিকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ দায়ের হল দুর্গাপুর থানায়। অগ্নিদগ্ধ শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে দুর্গাপুর ইস্পাত নগরীর নাগার্জুন রোডের বাসিন্দা সুব্রত দেবনাথের সঙ্গে বিয়ে হয়েছিল শর্মিষ্ঠার। বিয়ের পর থেকেই সংসারে অশান্তি লেগে ছিল। যে অশান্তি চরমে ওঠে দিন কয়েক আগে। অভিযোগ, ছোট্ট অর্ণব যখন বাবার কোলে ঘুমোচ্ছিল ঠিক তখনই অশান্তির জেরে ঠাকুমা হঠাৎই গ্যাসের সিলিন্ডারের পাইপ খুলে গ্যাসে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে তা ছেলে সুব্রত ও ছোট্ট অর্ণবের দিকে এগিয়ে দেন। অর্ণবের মুখ, হাত, পেট পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি অর্ণবকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছোট্ট অর্ণব। পাশাপাশি অগ্নিদগ্ধ হয়েছেন অর্ণবের বাবা সুব্রত দেবনাথও। দুর্গাপুর থানায় এই ঘটনায় মা ভারতী দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করছেন ছেলে সুব্রত দেবনাথ। অন্যদিকে সামান্য পুড়ে যাওয়ায় অভিযুক্ত ভারতী দেবনাথও দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে, যে ঠাকুমার কোলে আদরে বড় হয়ে ওঠার কথা ছিল মাত্র এক বছরের ছোট্ট অর্ণবের। আজ সেই ঠাকুমার রোষের শিকার হতে হল তাকে। অমানবিক এই ঘটনার ভয়ঙ্কর ছবি দেখে স্তম্ভিত দুর্গাপুরবাসী। এদিকে পুলিশ যা বলার বলবে বলে জানিয়েছেন, অভিযুক্ত ভারতী দেবনাথের মেয়ে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
