দলের টিকিট না পেয়ে দুর্গাপুর পৌরসভা নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের রোষানলে পড়েছিলেন ৩৮ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী। একের পর এক মামলায় জড়িয়ে নাভিশ্বাস ওঠা সেই বিদ্রোহী নেতা মামলা ও ঝড় ঝাপটা থেকে বাঁচতে বৃহস্পতিবার ফের শাসক দলের পতাকার নীচে আশ্রয় নিলেন।

বৃহস্পতিবার আসানসোলে অনুষ্ঠিত পঞ্চায়েতী রাজ সম্মেলনে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী নেতা অরবিন্দ নন্দী বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে তৃণমূলে ফিরলেন। এদিন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন অরবিন্দ নন্দী ও তাঁর সঙ্গী সাথীদের হাতে। নিজের পুরানো ঘরে ফিরে অরবিন্দ নন্দী বলেন, নিজের ঘরে ফিরতে পেরে খুব ভাল লাগছে। এবার মন দিয়ে দলের কাজ করব।

Like Us On Facebook