পরিবেশ দূষণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেতে থাকায় আগামী দিনে মানব শরীরে শ্বাসকষ্ট জনিত ব্যাধি মহামারির রূপ নিতে পারে। তাই অবিলম্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা উচিত। বিশেষ করে গ্রামাঞ্চলের তুলনায় শিল্পাঞ্চল জুড়ে কলকারখানার দূষণ ভয়াবহ রূপ নিচ্ছে। মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী জানা গেছে, সচেতনতার অভাবে বা সঠিক সময়ে সঠিক চিকিৎসা পরিষেবা না পাওয়ায় পরিবেশ দূষণের ফলে প্রতিনিয়ত অকাল মৃত্যু পর্যন্ত ঘটে যাচ্ছে অনেকের। শনিবার আইকিউসিটি নারায়ণা মাল্টি স্পেশালিটি হাসপাতালের উদ্যোগে সিটি সেন্টারের ফরচুন পার্ক পুষ্পাঞ্জলিতে আয়োজিত হল দক্ষিণ বঙ্গের প্রথম রেসপিরেটরি মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ারের প্রখ্যাত চিকিৎসদের নিয়ে চিকিৎসা বিষয়ক এক বৃহৎ কর্মশালা ‘রেসপিক্রিট ২০১৯’। এই কর্মশালায় শ্বাসকষ্ট জনিত জটিল সমস্যা ও তার সঠিক চিকিৎসার সুলুক সন্ধান দেন প্রখ্যাত বক্ষরোগ বিশেষজ্ঞ বা পালমোনোলজিস্টরা।
কর্মশালায় আইকিউসিটি হাসপাতালের বিশিষ্ট পালমোনোলজিস্ট ডা. প্রশান্ত কুমার ও দুর্গাপুরের মিশন হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডা. শান্তনুু কুমার দাস সহ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞরা বক্তব্য রাখতে গিয়ে শ্বাসকষ্ট জনিত জটিল ব্যাধি বৃদ্ধি পাওয়ার জন্য পরিবেশ দূষণকেই দায়ী করেন। এদিন বিশেষজ্ঞ চিকিৎসকরা পরিসংখ্যান দিয়ে উপস্থিত সকলকে বোঝান যে আগামী দিনে কিভাবে দূষণের কবলে পড়ে শ্বাসকষ্ট জনিত সমস্যা ভয়াবহ রূপ নিতে চলেছে। তবে দূষণ থেকে কিভাবে বাঁচা যায় তার সুলুক সন্ধানও দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে উন্নততর চিকিৎসা পদ্ধতি বা উন্নত মেডিসিন কি দেওয়া হচ্ছে রোগীদের তার ব্যাখাও দেন মিশন হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডা. শান্তনুু দাস।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন আইকিউ সিটি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল, অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার গৌতম ঘোষ, আইকিউসিটি নারায়ণা মাল্টিস্পেশালিটি হাসপাতালের সিওও সুপর্ণা সেনগুপ্ত, আইকিউসিটি হাসপাতালর জেনারেল মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবব্রত মুখোপাধ্যায়, আইকিউসিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ডিরেক্টর (নন এক্সিকিউটিভ) ডা. রূপালি বসু, আইকিউ সিটি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের প্রধান ডা. লীলাবতী ঠাকুর, মিশন হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডা. শান্তনুু কুমার দাস সহ বিশিষ্ট চিকিৎসক ও ব্যক্তিবর্গ।
দুর্গাপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা, কলকাতা, পাটনা ও রাঁচির প্রায় পঞ্চাশ জন চিকিৎসক এই কর্মশালায় যোগ দেন। শ্বাসকষ্ট জনিত জটিল সমস্যায় আপদকালীন ভিত্তিতে রোগীকে চিকিৎসা করার পদ্ধতি বিষয়ে উপস্থিত সকলকে হাতেকলমে প্রশিক্ষণ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আইকিউ সিটি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের প্রধান ডা. লীলাবতী ঠাকুর বর্ধমান ডট কমকে বলেন, ‘আইকিউসিটি হাসপাতালে জটিল শ্বাসকষ্ট জনিত ব্যাধির ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসদের পরামর্শে সুলভে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। রোগীকে সুস্থ করে তুলতে আইকিউসিটি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারের পর্যবেক্ষণ এখন বিশ্বমানের।’