পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের নতুন সভাপতি হলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি কাটোয়ার বিধায়ক। আগে জেলা তৃণমূল সভাপতি ছিলেন স্বপন দেবনাথ। তৃণমূল এক ব্যক্তি এক পদ নীতি চালু করায় স্বপনবাবু জেলা সভাপতির পদ থেকে বাদ পড়লেন। তিনি বর্তমানে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী।
এছাড়া জেলা তৃণমূলের সাংগঠনিক স্তরে আরও রদবদল হয়েছে। জেলা তৃণমূলের নতুন চেয়ারম্যান হলেন অশোক বিশ্বাস। আগে এই পদে ছিলেন মমতাজ সঙ্ঘমিতা। মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হলেন চন্দনা মাঝি। আগে এই পদে ছিলেন শিখা দত্ত সেনগুপ্ত। যুব তৃণমূলের নতুন জেলা সভাপতি করা হয়েছে জামালপুরের বিধায়ক অলোক মাঝিকে। রাসবিহারী হালদার আগে এই পদে ছিলেন। জেলা আইএনটিটিইউসি সভাপতি পদ থেকে সরানো হয়েছে ইফতিকার আহমেদ ওরফে পাপ্পুকে। আইএনটিটিইউসি-র নতুন জেলা সভাপতি হলেন ভাতাড়ের বিধায়ক মানগোবিন্দ অধিকারী।
রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফে পূর্ব বর্ধমান জেলার পাঁচটি পুরসভা এলাকার নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। বর্ধমান শহর তৃণমূল সভাপতি পদ অপরিবর্তিত রেখে অরূপ দাসকেই পুনরায় মনোনীত করা হয়েছে। কালনা শহর সভাপতি হয়েছেন তপন পোড়েল। মেমারি শহর সভাপতি করা হয়েছে স্বপন ঘোষালকে। কাটোয়ার সভাপতি হয়েছেন শুভ্রা রায় এবং দাঁইহাটের সভাপতি হয়েছেন রাধানাথ ভট্টাচার্য।