কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নয় এবার পৌরনির্বাচনের খবর সংগ্রহ করার সময় এক সাংবাদিককে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ দুর্গাপুরের ৩৮ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী সুনীতা নন্দীর প্রচারের খবর সংগ্রহ করতে গেলে তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী ক্যানভাস টাইমের সাংবাদিক শুভ্র দে’কে প্রথমে ঘিরে ধরে। এর পর নির্দল প্রার্থীর খবর সংগ্রহ না করে এলাকা ছাড়ার নির্দেশ দেয় বাইক বাহিনীর সদস্যরা। শুভ্র রাজী না হলে মোবাইল ও ক্যামেরা কেড়ে নেওয়ার জন্য শুভ্রকে ধাক্কা দেয় সঙ্গে চলে আশ্রব্য গালিগালাজ। ভবিষ্যতে নির্দল প্রার্থী সুনীতা নন্দীর প্রচারের খবর সংগ্রহ করতে এলে প্রাণে মারার হুমকি দেয় বাইক বাহিনী বলে অভিযোগ। এর পরই ক্যানভাস টাইমের পক্ষ থেকে সংশ্লিষ্ট সাংবাদিককে সঙ্গে নিয়ে দুর্গাপুর পৌরনির্বাচনের রিটার্নিং অফিসার তথা দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরার সঙ্গে দেখা করে পৌরনির্বাচনে সাংবাদিকদের খবর সংগ্রহের স্বাধীনতা রক্ষা করার আবেদন নিয়ে এবং উক্ত ঘটনার একটি অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। পৌরনির্বাচনের রিটার্নিং অফিসার শঙ্খ সাঁতরা বিষয়টি দেখার আশ্বাস দেন।

উল্লেখ্য সোমবার ৩৮ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী সুনীতা নন্দী শাসক দল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে নির্বাচনে নির্দলের প্রার্থীদের প্রচারে বাধা ও গৃহবন্দি করে রাখার অভিযোগ করেন। সুনীতা নন্দীর স্বামী অরবিন্দ নন্দী তৃণমূল কংগ্রেসের বিগত পুর বোর্ডের সদ্য প্রাক্তন কাউন্সিলার। তৃণমূলের টিকিট না পেয়ে বিক্ষুদ্ধ নির্দল প্রার্থী। সোমবার প্রশাসনিক আশ্বাসের পর মঙ্গলবার সুনীতা দেবীর সাদা মাটা প্রচারের মিছিলে এলাকার মহিলারা পা মেলালে সেই চিত্র ও সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে খবর সংগ্রহ করার অভিযোগে বাইক বাহিনী চড়াও হয় বলে অভিযোগ। এই ঘটনা খবর ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে সমাজের সর্বস্তরে।

৩৮ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী সুনীতা নন্দীর প্রচার