ফের চুরির ঘটনা ঘটল আসানসোলের মহিশীলা কলোনি বয়েজ হাইস্কুলে। রবিবার রাতে তালা ভেঙে কম্পিউটার রুমে চুরির ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়াল সোমবার৷ এর আগেও ওই স্কুলে চুরির ঘটনা ঘটেছে৷ পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হলেও বিশেষ সুরাহা হয়নি বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষর৷

স্কুল সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে তিনবার চুরির ঘটনা ঘটেছে স্কুলে। তিনবারে মোট ১১টি কম্পিউটার চুরি করেছে দুষ্কৃতীরা। মহিশীলা কলোনি বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক আশীষ দাস জানিয়েছেন, তিন দফায় চুরিতে ৪-৫ লক্ষ টাকার কম্পিউটার চুরি গেছে। স্কুল ক্যাম্পাসে আলোর ব্যবস্থা নেই। স্কুলে কোন সীমানা প্রাচীর নেই। রাতে পাহারারও কোন ব্যবস্থা নেই। ফলে স্কুল চত্বরে রাতে সমাজ বিরোধীদের আড্ডা বসে যায়। স্থানীয় মানুষজনের অভিযোগ স্কুল ক্যাম্পাস অরক্ষিত থাকায় বারবার চুরির ঘটনা ঘটছে।

Like Us On Facebook