ষাঁড়ের গুঁতোয় গত কয়েদিন ধরে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল বুদবুদের কোটা গ্রামের বাসিন্দাদের। গ্রামের মানুষ ষাঁড়ের তাণ্ডবে সিঁটিয়ে ছিলেন। ষাঁড়ের গুঁতোয় ছেলে-বুড়ো মিলে বেশ কয়েকজন জখম হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেয়াড়া ষাঁড়টি গত কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছিল বুদবুদের কোটা গ্রামে। যাকে দেখে তাকেই গুঁতোয় পাগল ষাঁড়টি। ভয়ে সিঁটিয়ে গোটা গ্রাম। শেষমেশ সমস্যার হাল খুঁজতে গ্রামের মানুষজন পুলিশের দ্বারস্থ হন। গ্রামের মানুষকে অভয় দিতে বুদবুদ থানার পুলিশ ষাঁড় ধরতে মাঠে নামে। তবে কাজটা খুব সহজ ছিল না। গ্রামের কয়েকজনকে সঙ্গে নিয়ে খ্যাপা ষণ্ডটিকে ধরতে পুলিশকেও বেশ বেগ পেতে হল। বেশ কিছুক্ষণ চলে ষাঁড়ে-মানুষে লুকোচুরি। শেষমেশ গ্রামের মানুষ আর পুলিশের যৌথ চেষ্টায় কাবু করা গেল বেয়াড়া ষাঁড়টিকে। কোটা গ্রামের মানুষও স্বস্তি ফিরে পেল।


Like Us On Facebook