বালির বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ দিয়েও জলস্তর কমানো যাচ্ছে না। তাই বার বার দামোদরের ৩১ নং লকগেট মেরামতির কাজ শুরুর পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। শনিবার ভোরে দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লকগেটে সমস্যার কথা জানা যায়। আজ, বুধবার পাঁচদিন ধরে শুধু চলছে বালির বাঁধ তৈরির কাজ। তাহলে কবে শুরু হবে ৩১ নং ভাঙা লকগেট মেরামতির কাজ? প্রশ্ন করলেও উত্তর নেই সেচ দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে। উত্তর নেই দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাকটর কর্মীদের কাছে। কেউই বলতে পারছেন না কখন শুরু হবে ৩১ নং লকগেট মেরামতির কাজ।

দামোদর ব্যারেজে লকগেট বিপর্যয়ের পর দীর্ঘ সময় ধরে লকগট মেরামতির কাজ শুরু না হওয়ার ফলে দুর্গাপুরে পানীয় জলের স্বাভাবিক সরবরাহ বন্ধ থাকায় জলের জন্য হাহাকার শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে পুরসভার জল সরবরাহ বন্ধ থাকায় করোনা আবহে স্বাস্থ্য বিধি শিকেয় তুলে মানুষ হন্যে হয়ে ঘুরছেন এক বালতি জলের জন্য। দুর্গাপুর পুরসভা সাধ্যমতো পানীয় জল সরবরাহের ব্যবস্থা করশেও তা পর্যাপ্ত নয়। ব্যবহার করা জলও অপ্রতুল। সব মিলিয়ে করোনার সঙ্গে সঙ্গে এক নুতন সঙ্কটে পড়েছেন দুর্গাপুরের মানুষ।

লকগেট মেরামতির কাজ বুধবার সকাল পর্যন্ত শুরু না হওয়াকে কেন্দ্র করে এখন একে অপরকে দোষারোপের পালা শুরু হয়েছে। ব্যারেজের ৩১ নং লকগেটের মেরামতির দায়িত্বপ্রাপ্ত ইউনিক কনস্ট্রাকশনের আধিকারিক শ্যামলেন্দু পাল বলেন, ‘পাঁচদিনেও একটা জলাধারকে জলশূন্য করা গেল না। আমরা কর্মীদের নিয়ে সরঞ্জাম নিয়ে তৈরি থেকেও কাজ শুরু করতে পারছিনা। কখন কাজ শুরু করতে পারব বুঝতে পারছি না।’

Like Us On Facebook