দিদি তুমি দিল্লি চলো আমরা তোমার সাথে আছি – শনিবার এই স্লোগানকে সামনে রেখে দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে দুর্গাপুরের ক্লাব সমন্বয়ের উদ্যোগে এক অরাজনৈতিক পদযাত্রা হল। এই পদযাত্রায় পা মেলান বাংলার বিখ্যাত সব প্রাক্তন ফুটবলাররা। ছিলেন অ্যালভিটো ডিকুনহা, রহিম নবী, প্রশান্ত ব্যানার্জী, কৃষ্ণেন্দু রায়, বিদেশ বোস, মানস ভট্টাচার্য, আলোক দাস, গৌতম রায় ও সমরেশ চৌধুরীর মত খ্যাতনামা ১২ জন ফুটবল খেলোয়াড়।
শনিবার দুপুরে এই পদযাত্রায় অংশ নিতে হেলিকপ্টারে কলকাতা থেকে দুর্গাপুরে উড়ে আসেন ফুটবলাররা। এই পদযাত্রাকে অরাজনৈতিক বলা হলেও মিছিলে যথেচ্ছ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, ফেস্টুন ব্যবহার করা হয় এবং পদযাত্রার অগ্রভাগে নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী ও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা বিধায়ক বিশ্বনাথ পারিয়াল।
এই পদযাত্রায় অংশগ্রহণ করতে আসা প্রাক্তন খেলোয়াড়দের হেলিকপ্টারের খরচ মুখমন্ত্রী দিয়েছেন বলে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে যাচ্ছে সিপিএম বলে জানা গেছে। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, ‘মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে খেলোয়াড়দের নিয়ে এসে পদযাত্রা করালেন। আমরা নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ করে নির্বাচন কমিশনে যাচ্ছি।’
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?